প্রকাশ : ২২ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১’র জিএম (জেনারেল ম্যানেজার) পদে মোঃ আতিকুজ্জামান চৌধুরী যোগদান করেছেন। গত ১৪ নভেম্বর তিনি চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১-এর সদর দপ্তর হাজীগঞ্জে যোগদান করেন। এর আগে তিনি যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার পদে কর্মরত ছিলেন। একই সমিতির সদ্য বিদায়ী জেনারেল ম্যানেজার কেফায়েত উল্যাহ্ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এ যোগদান করেছেন ।
মোঃ আতিকুজ্জামান চৌধুরী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা। ব্যক্তি জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এ দায়িত্ব পালনকালীন সময়ে তিনি জনপ্রতিনিধি, প্রশাসন, সমিতির গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ও এলাকাবাসীসহ সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।