বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২২ নভেম্বর ২০২১, ০০:০০

বাফুফের অন্তর্ভুক্ত হলো চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমি
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এ স্টার ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হলো চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমি। এখন থেকে এ একাডেমির পুরুষ ও প্রমীলা খেলোয়াড়গণ বাফুফে থেকে বিভিন্ন ধরনের খেলাধুলার বিষয়ে সহযোগিতা পাবে। চাঁদপুর জেলা থেকে এই প্রথম কোনো ফুটবল একাডেমি বাফুফের অন্তর্ভুক্ত হয়েছে বলে ক্রীড়া সংগঠকরা জানিয়েছেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমীর অনুশীলনরত খেলোয়াড়দের সাথে কথা বলেন এবং ফুটবল বিষয়ে আলাপ-আলোচনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবল কোচ সাবেক ফুটবলার জামাল হোসাইন। চাঁদপুর আউটার স্টেডিয়ামে অনুশীলনরত সোনালী অতীত একাডেমির ফুটবল খেলোয়াড়দের অনুশীলন দেখে তিনি মুগ্ধ হয়েছেন। তিনি সোনালী অতীত ফুটবল একাডেমির খেলোয়াড়দের খেলাধুলা বিষয়ক যে কোনো বিষয়ে সহযোগিতা করবেন বলে খেলোয়াড়রা এ প্রতিবেদককে জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী, সাবেক ফুটবলার ও সোনালী অতীত ক্লাবের সাংগঠনিক সম্পাদক বোরহান খান, ক্লাবের যুগ্ম সম্পাদক ও ফুটবল কোচ আনোয়ার হোসেন মানিক, ক্লাবের ক্রীড়া সম্পাদক ও বাফুফের প্রশিক্ষণরত ফুটবল কোচ জাহাঙ্গীর গাজী, সাবেক ফুটবলার টুটুল চৌধুরী, বেলাল চৌধুরী, সাবেক ফুটবলার সেলিমুছ সালাম, ক্রীড়া সংগঠক জসিম উদ্দিন খান বাবুল, সাবেক ফুটবলার বাপ্পি পাল, রোটারিয়ান কাজী মাইনুল হক জীবন, এমদাদ, ফারুক হোসেন, মহসিন পাটোয়ারীসহ সাবেক খেলোয়াড়গণ।

এ ব্যাপারে চাঁদপুর কণ্ঠের ক্রীড়া প্রতিবেদক গত ১৯ নভেম্বর শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফুটবল কোচ ও সাবেক ফুটবলার জামাল হোসাইনের সাথে আলাপকালে তিনি জানান, আমরা প্রাথমিকভাবে একাডেমীর কার্যক্রম দেখার জন্যে এসেছিলাম। আমরা একাডেমির বিষয়ে বাফুফেকে জানাবো। পরবর্তীতে ধারাবাহিকভাবে বাফুফের মাধ্যমে একাডেমির সকল কার্যক্রম শুরু করা হবে। চাঁদপুর সোনালী অতীত ফুটবল একাডেমি থেকে বাফুফেকে যে ধরনের কাগজপত্র, খেলোয়াড়সহ অন্যান্য বিষয়ে জানানো হয়েছে সেগুলো তদন্তের জন্যে আমরা মূলত চাঁদপুর এসেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়