বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২১, ০০:০০

আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ

সাংবাদিকদের সাথে ফরাজীকান্দি ইউপির স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময়

সাংবাদিকদের সাথে ফরাজীকান্দি ইউপির স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময়
বাবুল মুফতি ॥

মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় নৌকা প্রার্থীর হুমকি ও বাধা দেয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে এ নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন ফরাজীকান্দি ইউপির বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দানেশ।

ছোট হলদিয়ায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিক ও সুধীজনের উপস্থিতিতে দেলোয়ার হোসেন দানেশ বলেন, আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা আমার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে নানা ধরনের বাধা, ভয়-ভীতি ও হুমকি প্রদান করে আসছে। এলাকার মানুষের ইচ্ছা এবং পরামর্শে আমি ভোটে দাঁড়িয়েছি। এ নিয়ে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা তাদের পরাজয় নিশ্চিত জেনে আমার সমর্থকদের মিথ্যা মামলায় জড়িয়ে দিবে বলে নানা ধরনের হুমকি দিচ্ছে। আগামী দু-একদিনের মধ্যে এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয়া হবে। তিনি সাংবাদিকদের কাছে অনুরোধ জানিয়ে বলেন, ২৮ নভেম্বর ভোটের শুরু থেকে ভোট গণনা পর্যন্ত আপনারা নির্বাচনী সেন্টারের কাছে থাকবেন। যাতে করে কেউ সিলিং করে ভোটাধিকার হরণ করতে না পারে। আপনারা সঠিক তথ্য তুলে ধরবেন দেশ ও জাতির কাছে এটিই প্রত্যাশা করি। জনগণ তার ভোটের মাধ্যমে কর্মীবান্ধব চেয়ারম্যান নির্বাচিত করবে এটিই স্বাভাবিক ব্যাপার। জনগণ যদি তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাকে প্রত্যাখান করে আপনাদের সাক্ষী রেখে বলছি তা আমি মাথা পেতে নেবো। সর্বোপরি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়