শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১১ নভেম্বর ২০২১, ০০:০০

স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের পুরাণবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ৯ নভেম্বর মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সুভাষ চন্দ্র রায়। তিনি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বলেন, বৈশ্বিক মহামারী করোনার কারণে তোমাদের লেখাপড়ার অনেক বিঘœ হয়েছে। আর এজন্যেই চাঁদপুরের অহঙ্কার শিক্ষাবান্ধব শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি তোমাদের কথা বিবেচনা করে এ বছর স্বল্প সংখ্যক বিষয়ের উপর পরীক্ষা নিচ্ছেন। আশা করি তোমরা তাতে সফলতা অর্জন করবে। তোমাদের সফলতার ওপর নির্ভর করবে বিদ্যালয়ের সম্মান। তোমরা পরীক্ষার বাকি দিনগুলোতে লেখাপড়ায় যথেষ্ট মনোযোগী হবে। স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে নিয়মিত হাত ধোয়াসহ মাস্ক ব্যবহার করবে। তোমাদের জীবনের মূল্য আমাদের কাছে অনেক বেশি। তার প্রমাণ রেখেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। করোনাকালীন তোমাদের স্বাস্থ্য রক্ষায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির কার্যক্রম ছিলো লক্ষ্যণীয়। দেশে করোনার ভয়াবহ পরিস্থিতি কিছুটা শিথিল হলে অনেকেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়াসহ নানা মতামত প্রকাশ করলেও শিক্ষামন্ত্রী ছিলেন তাঁর সিদ্ধান্তে অনড়। তিনি তোমাদের স্বাস্থ্য রক্ষায় নিরাপত্তার বিষয়টি সম্পূর্ণ নিশ্চিত হয়ে বিভিন্ন শর্ত সাপেক্ষে বিদ্যালয় খোলার অনুমতি দিয়েছেন এবং তোমাদের লেখাপড়ার প্রস্তুতি সম্পর্কে অবহিত হয়ে স্বল্প সংখ্যক বিষয়ে পরীক্ষা নিচ্ছেন। আমরা বিশ্বাস করি, তোমরা একদিন যোগ্য সুশিক্ষিত নাগরিক হয়ে দেশ গঠনে এগিয়ে যাবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাসের সভাপ্রধানে অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম সারোয়ার ফেরদৌস, সহকারী সিনিয়র শিক্ষক গোপাল চন্দ্র ঘোষ, দিলিপ চন্দ্র দেবনাথ, ওয়াহিদুজ্জামান লাবু, বিশ্বনাথ চন্দ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র চাঁদপুর কণ্ঠের চীফ রিপোর্টার বিমল চৌধুরী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন খান শিপন, লিটন সাহাসহ, শিক্ষক, অভিভাবক ও বিদায়ী ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ হোসাইন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয় জামে মসজিদের ইমাম মোঃ আবুবকর ছিদ্দিক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্র-ছাত্রীদের সফলতা কামনা করে বলেন, তোমাদের সফলতার উপর নির্ভর করবে আমাদের দীর্ঘ সময়ের কর্মজীবনের সুনাম, মর্যাদা। আশা করি তোমরা সেই সম্মানের কথা চিন্তা করে অত্যন্ত ধৈর্য সহকারে পরীক্ষা দিবে। কোনো হতাশ হবে না। মনে রাখবে এ পরীক্ষাটি তোমাদের দীর্ঘ সময়ের কষ্টের সফলতা বয়ে আনবে। আমরা তোমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার জন্যই পাঠদানের ক্ষেত্রে কঠিন হয়েছি। কোনো ব্যক্তিগত কারণে নয়। তোমরা যদি তা মাথায় রেখে ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তুলতে পারো, তাহলে তোমাদের বাবা-মায়ের সাথে আমরাও আমাদের শিক্ষকতার সফলতা খুঁজে পাবো। দেশ পাবে তার যোগ্য সুশিক্ষিত নাগরিক। তাই আগামী পথচলায় তোমরা শিক্ষাকে প্রাধান্য দিবে। প্রকৃত মানুষ হয়ে নিজেদের গড়ে তুলতে চেষ্টা করবে।

আগামী ১৪ নভেম্বর শুরু হবে সারাদেশে কাক্সিক্ষত এসএসসি পরীক্ষা। প্রতি বছর ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শুরু হলেও করোনার কারণে এ বছর পরীক্ষা হবে কিনা তা নিয়ে ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক মহল ছিল বেশ চিন্তিত। অবশেষে সাধারণ বিষয় সমূহের উপর পরীক্ষা না নিয়ে শুধু গ্রুপভিত্তিক ৩টি বিষয়ের উপর এসএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী আগামী ১৪ নভেম্বর সারাদেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর শেষ হবে ২৩ নভেম্বর।

এ বছর মধুসূদন উচ্চ বিদ্যালয় হতে ১৭১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৩৭, মানবিক বিভাগে ৪১ ও ব্যবসা শিক্ষায় ৯৩ জন। এর মধ্যে ছাত্র ৮৫ জন আর ছাত্রী ৮৬ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়