বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২১, ০০:০০

জিলানী চিশতী উবি’তে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার ৬ নভেম্বর সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি বলেন, আজকের দিনটি পরীক্ষার্থীর জন্য স্মরণীয় দিন। আল্লাহর রহমতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমায় তোমাদের এসএসসি পরীক্ষা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে তোমরা পরীক্ষার হলে যাবে। অন্তত ৩০মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে অবস্থান করবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের প্রভাষক মোঃ হানিফ মিয়া, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফাহিমা জাহান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম ও সহকারী শিক্ষক মোঃ ফজলুল করিম খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিলানী চিশতী কলেজের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মোঃ মানিক মিয়া, প্রভাষক মোঃ শাহাদাত হোসেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুর রহমান, বিপুল চন্দ্র নন্দী, সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, সহকারী লাইব্রেরীয়ান শিক্ষক মোঃ রবিউল আউয়াল খান, কম্পিউটার অপারেটর মোঃ মোস্তফা কামালসহ অন্যরা।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদীসহ অন্য অতিথিবৃন্দ।

মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা শহীদুল ইসলাম। সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়