প্রকাশ : ০৫ নভেম্বর ২০২১, ০০:০০
আসন্ন চাঁদপুর জেলা বিএনপির সম্মেলনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শহর বিএনপির সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান শাহীন।
কাউন্সিলর হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ঢাকা থেকে লঞ্চযোগে চাঁদপুর ঘাটে আসলে জেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের একাংশের শত শত নেতা-কর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় তার সাথে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ খান, শহর বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী হুমায়ুন, জেলা যুবদলের সহ-সভাপতি শাহানুর বেপারী শানু, সদস্য দেওয়ান মোহাম্মদ জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেরাজ আহমেদ চোকদার, ইউসুব আলী, খোকন মিজি, সাবেক যুবদল নেতা কাজী সোহেল, যুবদল নেতা ওসমান জনি, চুন্নু দেওয়ান ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম চোকদারসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ একাংশের নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দ মাহবুবুর রহমান শাহীনকে নিয়ে তার বাসা পর্যন্ত আসেন।