বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২১, ০০:০০

মতলব উত্তরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন
মাহবুব আলম লাভলু ॥

‘রক্তের গ্রুপ জানুন, প্রয়োজনের সময় জীবন বাঁচাতে সাহায্য করুন’ এ স্লোগানকে সামনে রেখে মোহনপুর ব্লাড ডোনেশন গ্রুপের পক্ষ থেকে বুধবার দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়। মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের আলী আহমেদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ে ৩ নভেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের ক্যাম্পেইনটি চলে।

কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের প্রায় ৫ শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান বিষয়ক সচেতনতা সৃষ্টিতে ধারণা প্রদান করা হয়।

উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন মোহনপুর ব্লাড ডোনেশন গ্রুপের উপদেষ্টাম-লী মাহফুজুর রহমান, আবু সুফিয়ান, মারুফ বিল্লাহ, তোফায়েল আহমেদ। ক্যাম্পেইনটি পরিচালনা করেন মোহনপুর ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হাফিজ, সিহাব উদ্দিন ও জাহিদুল ইসলাম ।

ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছেন কামরুন নাহার, উম্মে সাথী হাবিবা, সামিউল আলম, ইমন সরকার, ইতি, মেহেজাবিন, চাঁদনী, হালিমা, জসিম, কান্তা, মিমি, হাবিবা, মনির, সাইদুল, আলামিন, নাঈম, সোহান, আকাশ, কুদ্দুস, ফিহাদ, ইমন, সাগরসহ আরো অনেকে। উক্ত গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হাফিজ জানান, তারা মতলব (উত্তর)-এর বিভিন্ন ইউনিয়নে ফ্রি ক্যাম্পেইন করে রক্তদাতাদের একটা বৃহৎ ডাটাবেজ তৈরি করবেন এবং তারা ব্লাডের পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে কাজ করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়