প্রকাশ : ০৫ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ মোজাম্মেল হোসেন টিটু গাজীর আনারস প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন ওয়ার্ডে আনারসের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চান কর্মী-সমর্থকরা।
এ সময় ভোটার, কর্মী ও সমর্থকরা জানান, ‘চেয়ারম্যান প্রার্থী টিটু গাজীর জনপ্রিয়তা আল্লাহর দান। ভালোবাসার মার্কা আনারস। টিটু গাজীর সালাম নিন-১১ তারিখ শুভ দিন, আনারস মার্কায় ভোট দিন। টিটু গাজীর পক্ষে ঐক্যবদ্ধ হানারচরবাসী’।
এদিকে চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হোসেন টিটু গাজী ৮নং ওয়ার্ডে গণসংযোগের পর হরিণা বাজার এলাকায় ভোটারদের সাথে কথা বলেন এবং ভোটার ও কর্মী-সমর্থকদের সাথে নির্বাচনী মতবিনিময় করেন। ওয়ার্ডে-ওয়ার্ডে তার গণসংযোগ ও উঠোন বৈঠককালে ভোটারদের ব্যাপক উপস্থিত লক্ষ্য করা গেছে।