প্রকাশ : ০৪ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার প্যাভিলিয়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্রিকেট উপ-কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইমতিয়াজ হোসেন। নবাগত সভাপতিকে উপ-কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সাধারণ সম্পাদক শেখ মোতালেবের পরিচালনায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, ক্রিকেট কোচ শামীম ফারুকী, সদস্য জিল্লুর রহমান, আবাহনী ক্রীড়া চক্রের সদস্য রবিন পাটোয়ারী, রাফসান, জেলা কোয়াবের সদস্য হীরা ঢালীসহ অন্যরা।
সভায় প্রিমিয়ার ক্রিকেট লীগসহ আগামী ২১ নভেম্বর জেলাভিত্তিক ক্রিকেটারদের বাছাই কার্যক্রমের বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।