প্রকাশ : ০৩ নভেম্বর ২০২১, ০০:০০
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর শহর কমিটির সহ-সভাপতি সুবল চন্দ্র ঘোষের পিতা, পুরাণবাজারের বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী গণেশ চন্দ্র ঘোষ আর বেঁচে নেই (দিব্যান লোকান গচ্ছতু)। তিনি গতকাল ২ নভেম্বর মঙ্গলবার সকাল সোয়া ৮টায় পুরাণবাজার দক্ষিণ বাজারস্থ (পৌর দাতব্য চিকিৎসালয় সংলগ্ন) তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তার মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তাকে শেষবারের মতো একনজর দেখতে জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছুটে আসেন। এদিনই চাঁদপুর মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
তার মৃত্যুতে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত কুমার রায় চৌধুরী পিপি, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুশীল সাহা, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, চাঁদপুর শহর কমিটির সভাপতি রোটাঃ রিপন সাহা, সাধারণ সম্পাদক অ্যাডঃ ভাস্কর চন্দ্র দাস প্রমুখ শোক প্রকাশ করেন। তারা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনাপূর্বক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।