প্রকাশ : ০২ নভেম্বর ২০২১, ০০:০০
সারা বাংলা ’৮৮ এসএসসি নামে বন্ধু সংগঠনের সহযোগী চ্যারিটি ফোরাম ’৮৮-এর উদ্যোগে নাম প্রকাশে অনিচ্ছুক দেশের একটি স্বনামধন্য কোম্পানির অর্থায়নে পাইলট প্রজেক্ট হিসেবে প্রাথমিকভাবে দেশের ১০টি জেলার ১২টি অবহেলিত এতিমখানার ৫৪৮ জনকে মাসব্যাপী আপ্যায়নের জন্যে অর্থায়ন করেছে। গতকাল ১ নভেম্বর, মদীনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা রঘুনাথপুর, চাঁদপুরে সারাবাংলা ’৮৮ চাঁদপুর জেলা প্যানেলের তত্ত্বাবধানে মাসব্যাপী তিনবেলা এতিম শিশুদের খাবারের ব্যবস্থা করা হয়। গতকাল সোমবার দোয়ানুষ্ঠানের মাধ্যমে এ অনুষ্ঠান উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা বাংলা ’৮৮ জেলা প্যানেলের কো-অর্ডিনেটর মোঃ খায়রুল আহছান সুফিয়ান, সহঃ কো-অর্ডিনেটর ও সদর থানা প্রতিনিধি মোঃ শাহজাহান কবির খোকা, সহকারী কো-অর্ডিনেটর ফিরোজ খান (প্রতিনিধি, হাসান আলী স্কুল), সহকারী কো-অর্ডিনেটর, মুক্তা রহমান (প্রতিনিধি মাতৃপীঠ স্কুল), সহকারী কো-অর্ডিনেটর, নিলুফা আক্তার (প্রতিনিধি, লেডি দেহলভী স্কুল), সহকারী কো-অর্ডিনেটর, জায়েদুর রহমান জহির (প্রতিনিধি, ডিএন স্কুল), সহকারী কো-অর্ডিনেটর, খলিলুর রহমান পোকন (প্রতিনিধি, গণি মডেল স্কুল), জেলা প্যানেল সদস্য যথাক্রমে আবিদা সুলতানা রিদোয়ন, এসএম মজিবুল হক রাসেল ও রুমন পাঠান। এছাড়া মাদ্রাসার মোহ্তামিম ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সারাবাংলা ’৮৮ চাঁদপুর জেলা প্যানেল ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর চ্যারিটি ফোরাম ’৮৮-এর মাধ্যমে এতিম শিশুদের পাশে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েছে। এই পাইলট প্রজেক্টের পর আল্লাহ চাহেতো নাম প্রকাশে অনিচ্ছুক দেশের প্রথম সারির ওই শিল্প প্রতিষ্ঠানের অর্থায়নে দেশব্যাপী এই প্রজেক্টটি আরও সম্প্রসারণ করার সুযোগ থাকবে। এভাবেই সারাবাংলা ’৮৮ এতিম শিশুদের মুখে হাসি ফোটানোর মাধ্যমে এবং বিভিন্ন সামাজিক কাজে আত্মনিয়োগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।