প্রকাশ : ০২ নভেম্বর ২০২১, ০০:০০
মুন্সীরহাট বাসস্ট্যান্ডে অতর্কিতভাবে ডিস ব্যবসায়ীসহ ৬ জনের উপর সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় অভিযোগ করা হয়েছে। এদিকে ঘটনার বিষয় জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, ৩০ অক্টোবর শনিবার রাতেই মেহেদী হাসান বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। রোববার অভিযোগের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ রাশেদুজ্জামান ঘটনাস্থলে যান।
হামলায় আহতরা হলেন : ডিস ব্যবসায়ী চাঁদপুর বন বিভাগ রোডের বাসিন্দা মেহেদী হাসান, সাকিবুল হাসান, সাগর হোসেন, রিয়াদ হোসেন, ইশাত গাজী, ইমরান হোসেন ও সাকিবুল হাসান।
এদের মধ্যে ইশাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় রেফার করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন।