বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০২ নভেম্বর ২০২১, ০০:০০

কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে কাউন্সিলর প্রার্থী সোহেল আহমেদ তাজের মতবিনিময়
মেহেদী হাসান ॥

কচুয়া পৌরসভার ১নং ওয়ার্ডের উপ-নির্বাচনে কাউন্সিলর প্রার্থী সোহেল আহমেদ তাজ কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। ৩০ অক্টোবর সন্ধ্যায় কচুয়া প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম মিঠুর বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে ও সাবেক সভাপতি রাকিবুল হাসানের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন, সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার ও আজীবন সদস্য শরিফুল ইসলাম মিঠু।

সোহেল আহমেদ তাজ তার বক্তব্যে বলেন, আমি সাংবাদিকতা বিষয়ে ¯œাতক ডিগ্রি অর্জন করেছি। আমি মহানগর দক্ষিণ ছাত্রলীগের প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। প্রয়াত কাউন্সিলর নজরুল আমাদের আত্মীয়। তাঁর অসমাপ্ত কাজ আমি সম্পন্ন করতে চাই। আমি নির্বাচিত হলে আমার মেধা, আপনাদের পরামর্শ ও এলাকাবাসী সবাইকে নিয়ে কচুয়া পৌরসভার ১নং ওয়ার্ডকে শ্রেষ্ঠ ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমি কচুয়ার সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করছি। আমার প্রতীক উট পাখি, ২ নভেম্বরের নির্বাচনে আমি সাংবাদিকসহ এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া প্রত্যাশী। এ সময় ঐক্যবদ্ধ কচুয়া প্রেসক্লাবের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়