প্রকাশ : ০২ নভেম্বর ২০২১, ০০:০০
জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হাসান জাফর তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চাঁদপুর জেলা কৃষক দলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর রোববার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক দলের সভাপতি মুহাম্মদ এনায়েত উল্লাহ খোকনের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সহ-সভাপতি হানিফ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু, সদর উপজেলা কৃষক দলের সভাপতি মজিদ মৃধা, পৌর কৃষক দল সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাজাহান গাজী, জেলা কৃষক দলের অর্থ সম্পাদক এরশাদ মিজি প্রমুখ। এ সময় কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তাগণ গত ২৬ অক্টোবর বিএনপির নয়াপল্টনস্থ কার্যালয়ের সামনে কৃষক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং কৃষকদল নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ করেন। তারা অবিলম্বে কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।