প্রকাশ : ০২ নভেম্বর ২০২১, ০০:০০
যুক্তরাজ্যের গ্লাসগোতে আসন্ন কপ-২৬ জলবায়ু সম্মেলন : কয়লাভিত্তিক জ্বালানি ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসার ও প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের দাবিতে সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর ৩১ অক্টোবর রোববার চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করেছে। মানববন্ধনে সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সনাক-চাঁদপুরের সহ-সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়–য়া বলেন, ইউনিসেফের ঘোষণা মোতাবেক দেখা যায়, জলবায়ু প্রভাবজনিত কারণে বিশে^ প্রায় ২ মিলিয়ন শিশু স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হচ্ছে। বাতাসে সিসার বিষক্রিয়া বেড়ে গেছে। জলবায়ু প্রভাবের কারণে জীবনমান রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, উন্নত দেশগুলো প্যারিস চুক্তি বাস্তবায়নে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এছাড়াও প্যারিস চুক্তি বাস্তবায়নে এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রদত্ত অঙ্গীকার প্রতিপালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধাচার নিশ্চিতে উন্নত দেশগুলো ব্যর্থ হয়েছে। জলবায়ুর ঝুঁকিতে বাংলাদেশ নবম হুমকিযুক্ত দেশ। আমরা এই হুমকি থেকে বাঁচতে চাই। আমরা আশা করছি, মাননীয় প্রধানমন্ত্রী জলবায়ু প্রভাবের কারণে আমরা প্রতিনিয়ত যে সমস্যাগুলো মোকাবেলা করছি তা জলবায়ু সম্মেলনে তুলে ধরবেন।
তিনি বলেন, আসন্ন কপ-২৬ সম্মেলনে কয়লাভিত্তিক জ্বালানিব্যবস্থা নিষিদ্ধ, জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি, ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিতসহ প্যারিস চুক্তির বাস্তবায়ন নিশ্চিতে উন্নত দেশগুলো এগিয়ে আসবে।
টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানা সনাক-টিআইবির পক্ষ থেকে নি¤েœাক্ত দাবিগুলো উপস্থাপন করেন :- জলবায়ু বিষয়ক নীতি নির্ধারণে জীবাশ্ম জ্বালানি কোম্পানিদের অনৈতিক হস্তক্ষেপ বন্ধ করেতে হবে; ২০৫০ সালের মধ্যে ‘নেট জিরো’ লক্ষ্যমাত্র অর্জনে আইএনডিসিসহ প্রশমন বিষয়ক সকল কার্যক্রমে উন্নত দেগুলোর স্বচ্ছতা ও জাবাবদিহিতা নিশ্চিত করতে হবে; ২০৫০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে শতভাগ জ্বালানি উৎপাদনে উন্নত দেশগুলোকে পর্যাপ্ত জলবায়ু তহবিল, প্রযুক্তি হস্তান্তর ও কারিগরি সহায়তা প্রদানে সিভিএফ-এর পক্ষ থেকে সমন্বিতভাবে দাবি উত্থাপন করতে হবে; স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উন্নত দেশগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার জলবায়ু তহবিল প্রদান করতে হবে; জিসিএফসহ জলবায়ু তহবিলে ঋণ নয়, অভিযোজনকে অগ্রাধিকার দিয়ে ক্ষতিপূরণের টাকা অনুদান হিসেবে প্রদান করতে হবে; দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় একটি ক্ষয়ক্ষতি বিষয়ক আলাদা তহবিল গঠন করতে হবে; ক্ষয়ক্ষতি নির্ধারণ এবং এ সংক্রান্ত প্রতিবেদন স্বচ্ছতার সাথে প্রস্তুতে একটি গাইডলাইন তৈরি করতে হবে এবং ঝুঁকি বিনিময়ে বীমার পরিবর্তে অনুদানভিত্তিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে; জিসিএফ-এর স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধাচার নিশ্চিত করে যথাসময়ে ও দ্রুততার সাথে প্রকল্প অনুমোদন ও অর্থ ছাড় করতে হবে এবং ক্ষতিগ্রস্ত দেশে অভিযোজন এবং প্রশমন বিষয়ক ৫০ঃ৫০ অনুপাত মেনে অর্থায়ন করতে হবে; এক্ষেত্রে বাংলাদেশ সরকারের করণীয়-২০২১ সালের পরে নতুন কোনো প্রকার কয়লা জ্বালানিনির্ভর প্রকল্প অনুমোদন ও অর্থায়ন না করার ঘোষণা দিতে হবে; নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জনে কপ-২৬ সম্মেলনে একটি আইনি সমঝোতা করতে ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ)-এর নেতৃত্বে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে; জীবন-জীবিকা, বন ও পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ শিল্পায়ন কার্যক্রম স্থগিত করে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ কৌশলগত পরিবেশের প্রভাব নিরূপণ সাপেক্ষে অগ্রসর হতে হবে; বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বৃদ্ধিতে এখাতের জন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি সময়াবদ্ধ পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করে প্রশমন বিষয়ক কার্যক্রম স্বচ্ছতার সাথে বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে; বিশেষ করে, এ খাতে স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ বৃদ্ধি সহায়ক নীতিমালা প্রণয়ন ও অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সনাক-চাঁদপুরের সিসিপি কমিটির সদস্য ব্যাংকার মজিবুর রহমান। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন প্রধান শিক্ষক বাসুদেব মজুমদার, চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি রোটাঃ মাহমুদা খানম ও ইয়েস সদস্য জয় ঘোষ।
উপস্থিত ছিলেন সনাক সদস্য নজরুল আমিন সাজু চৌধুরী, রফিক আহমেদ মিন্টু, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মুক্তা পীযূষ, স্বজন গ্রুপের সমন্বয়ক মনিরুজ্জামান বাবলু, সহ-সমন্বয়ক মুহাম্মদ ফরিদ হাসান, সনাক-চাঁদপুরের সিসিপি কমিটির সদস্য ও কমিউনিটি পুলিশিং-চাঁদপুরের সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকনসহ, সনাক-চাঁদপুরের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস্ গ্রুপের সদস্যবৃন্দ, চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সদস্যবন্দ, সুশীল সমাজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং টিআইবির কর্মীবৃন্দ।