প্রকাশ : ৩০ অক্টোবর ২০২১, ০০:০০
২৯ অক্টোবর থেকে চাঁদপুরে শুরু হয়েছে এক মেগা বিতর্ক প্রতিযোগিতা, যার নাম ফার্স্ট কালচারাল ক্লাসিসিস্ট ডিবেট ফেস অব চাঁদপুর ২০২১। চাঁদপুর জেলায় ৭০ জনের একটি টিম রয়েছে, যারা ইতিমধ্যে অনলাইনে বেশ কয়েকটি সাড়া জাগানো ইভেন্ট শেষ করে এখন অফলাইন প্রোগ্রামের দিকে অগ্রসর করা হয়েছে।
চাঁদপুর টিমের প্রজেক্ট ম্যানেজার খাদিজাতুল কোবরা রাফা এবং ডিস্ট্রিক্ট হেড আশরাফ উদ্দিন শাহানের নেতৃত্বে এই মেগা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গত ২৭ অক্টোবর থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা এবং ৩১ অক্টোবর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।
উক্ত প্রতিযোগিতা চাঁদপুরের স্কুল এবং কলেজ উভয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্যে উন্মুক্ত রাখা হয়েছে। ২৭ এবং ২৮ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিযোগিতা চাঁদপুর রোটারী ভবনে অনুষ্ঠিত হয়।
সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামীকাল ৩১ অক্টোবর সকাল ৯টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাশেদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সার্কেল) আসিফ মহিউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী। সভাপতিত্ব করবেন চাঁদপুরকণ্ঠ বিতর্ক ফাউন্ডেশনের সভাপতি কাজী শাহাদাত এবং বিচারক হিসেবে উপস্থিত থাকবেন ভিভিয়ান ঘোষ, মিঠুন চন্দ্র ত্রিপুরা, মুসফিকা ইসলাম, মোঃ রোবেল হোসেন ও ইমরান হোসেন ফাহিম।