প্রকাশ : ৩০ অক্টোবর ২০২১, ০০:০০
চাঁদপুর সোনালী অতীত ক্লাবে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাবের কার্যকরী কমিটির সদস্য সহ অন্য সদস্যরা।
ক্লাবের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোখলেসুর রহমান মিয়াজী, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আরশাদ আলী ও বাংলাদেশ ফুটবল জগতের খ্যাতিমান ফুটবলার বাদল রায়ের মৃত্যুতে, ক্লাবের সাংগঠনিক সম্পাদক বোরহান খানের মেয়ের জামাইয়ের মৃত্যুতে এবং মতলবের ফুটবলার শরীফের সুস্থতার জন্য এ দোয়ার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও সাবেক ফুটবলার মনোয়ার হোসেন চৌধুরী। মিলাদপূর্ব আলোচনা সভাটি পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন স্টেডিয়াম রোডস্থ টিএন্ডটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল।
দোয়ানুষ্ঠানে ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য ও সাবেক ফুটবলার এবং নতুন সদস্যগণ উপস্থিত ছিলেন।