প্রকাশ : ৩০ অক্টোবর ২০২১, ০০:০০
মতলব দক্ষিণে নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশনের অফিস উদ্বোধন করা হয়েছে। ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করার জন্য গতকাল ২৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় নারায়ণপুর পাটোয়ারী বাড়িতে অস্থায়ী এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য আমেরিকা প্রবাসী আবু নাছের পাটোয়ারী।
ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন পাটোয়ারীর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম পাটোয়ারী, মিজানুর রহমান পাটোয়ারী, মোঃ আলাউদ্দিন তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে খাদেরগাঁও ইউনিয়নের হুরমহিষা বাইতুল আকছা মসজিদ ও এতিমখানাকে এবং পুটিয়া এলাকার অসুস্থ তৈয়ব আলী প্রধানকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়।