প্রকাশ : ৩০ অক্টোবর ২০২১, ০০:০০
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জঙ্গিবাদ, মূল্যবোধের অবক্ষয়, সাইবার ক্রাইম ও মাদকাসক্তের বিরুদ্ধে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানটি ৩ পর্বে বিভক্ত করা হয়। ২৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর বড়স্টেশন মোলহেডে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১ম পর্বে জঙ্গিবাদ ও মাদকাসক্তের বিরুদ্ধে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে সংক্ষিপ্ত আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএইচএম ফখরুল হোসাইন। সাংবাদিক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম, জেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য শহীদ পাটোয়ারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার প্রমুখ।
বক্তারা বলেন, বড়স্টেশন মোলহেড চাঁদপুরের একটি পবিত্র স্থান। কারণ এ স্থানে ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বহু মুক্তিকামী মানুষ শহীদ হয়েছেন। অনুষ্ঠানে প্রতিবাদ জানানো হয় জঙ্গিবাদ, মাদকাসক্ত ও সাইবার ক্রাইমের বিরুদ্ধে। একটি চক্র সম্প্রীতি নষ্টের জন্যে কাজ করছে। তারা এদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এ ধরনের অনৈতিক কাজ করছে। মাদকের বিরুদ্ধে আমরা সবসময় না বলবো। আপনাদের সন্তান কখন কী করে, তার দিকে খেয়াল রাখতে হবে। মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক যুদ্ধ ঘোষণা করতে হবে। যে ঘরের সন্তান মাদকাসক্ত হয়, সে পরিবার আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়।
সন্ধ্যায় একই স্থানে ২য় পর্বে সাইবার অপরাধের বিরুদ্ধে শিল্প শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
রাতে ৩য় পর্বে মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জেলা কালচারাল অফিসার মোঃ আয়াজ মাবুদের সমন্বয়ে এ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।