প্রকাশ : ২৯ অক্টোবর ২০২১, ০০:০০
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মতলব উত্তরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকারদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান।
ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে ও মতলব উত্তরের মাঠ সুপারভাইজার মোঃ শরীফুল ইসলাম মুন্সির পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর থানার উপ-পরিদর্শক মনিরুল ইসলাম, চাঁদপুরের মাঠ কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন ও মডেল কেয়ারটেকার আফজাল হোসেন খান।
ইউএনও গাজী শরিফুল হাসান ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে বিশেষভাবে তাগিদ দেন। তিনি সরকারের চলমান উন্নয়নমূলক কর্মকা-ের সাথে একাত্মতা প্রকাশ করে নিরক্ষরমুক্ত বাংলাদেশ বিনির্মাণসহ সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সমন্বয় সভায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ২৩৬ কেন্দ্রের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।