বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ০০:০০

সাজেদা ফাউন্ডেশনের খাবার বিতরণ
স্টাফ রিপোর্টার ॥

কোভিড-১৯ মহামারিতে চাঁদপুর শহরে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে ইস্টার্ন ব্যাংকের সহযোগিতায় বিনামূল্যে খাবার বিতরণ অব্যাহত রেখেছে সাজেদা ফাউন্ডেশন। গত ১ জুলাই বৃহস্পতিবার সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথমদিনে চাঁদপুর শহরের পুরাণবাজার ও নতুনবাজার এলাকায় প্রায় ১ হাজার পরিবারকে রান্না করা প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়। এর মধ্যে পুরাণবাজারে খলিল হোটেলে ৩শ’ ৭২ জন, নতুনবাজার কামাল হোটেলে ১শ’ ১৫ জন, নিউ ক্যাফে ঝিল রেস্টুরেন্ট ৯৩ জন এবং রেলওয়ে রেস্তোরাঁয় ৩শ’ ৪১ জনসহ মোট ৯শ’ ২১ জনকে এ খাবার দেয়া হয়।

সাজেদা ফাউন্ডেশন চাঁদপুর অঞ্চলের টাউন ফোকালপার্সন মোঃ শাহজাহান আলী জানান, দেশের বিভিন্ন জেলার ন্যায় চাঁদপুর পৌর এলাকায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র জনগোষ্ঠীর জন্যে ৬ জুন থেকে বিনামূল্যে প্যাকেটজাত খাবার বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচি আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলমান থাকবে।

চাঁদপুর পৌরসভার পুরাণবাজারস্থ দুধবাজার, রেলওয়ে কলোনী, গহনা বস্তি এবং মুচি বাড়ি বস্তি এলাকায় নির্বাচিত হতদরিদ্র জনগোষ্ঠীর ২শ’ ২৭ পরিবারে ৯শ’ ২১ জন সদস্যের মাঝে খাবারের কুপন বিতরণ করা হয়েছে এবং তারা সেই কুপন জমা দিয়ে নির্দিষ্ট খাবার হোটেল থেকে বিনামূল্যে প্যাকেটজাত খাবার প্রতিদিন গ্রহণ করছেন।

চলমান লকডাউনে জরুরি পরিষেবার আওতায় স্বাস্থ্যবিধি মেনে উল্লেখিত হোটেলের মাধ্যমে খাবার বিতরণ করা হয়। নতুনবাজার কামাল হোটেলে খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য ব্যবসায়ী মোঃ শাহআলম খান ও সাজেদা ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোঃ করিম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়