প্রকাশ : ০২ জুলাই ২০২১, ০০:০০
গত বুধবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির আঙ্গিনায় ২০টি ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল নিজে গাছের চারা রোপণ করে কার্যক্রমের উদ্বোধন করেন। কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূঁইয়া, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (পদাবিক) শাখাওয়াত হোসেন, চাঁদপুর জেলা বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক কামরুল হাসান সাউদ, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান মামুনুর রহমান পাটওয়ারী, পরিচালক সাইফুল ইসলাম পাটওয়ারী, মোতালেব পাটওয়ারী, বিল্লাল হোসেন তালুকদার, ফজলুর রহমান, হিসাবরক্ষক কুলসুমা আখন নূপুর, পরিদর্শক আজাদুর রহমান, ছাত্রলীগ নেতা তানভির আহমেদ, পরিদর্শক শফিকুল ইসলাম প্রমুখ।