বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ০২ জুলাই ২০২১, ০০:০০

ফেসবুক গ্রুপ বাসেস অফ চাঁদপুরের মাস্ক ও লিফলেট বিতরণ
মোহাম্মদ মহিউদ্দিন ॥

ফেসবুক গ্রুপ ‘বাসেস অব চাঁদপুর’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। গত ৩০ জুন বুধবার দিনব্যাপী সংগঠনের আহ্বায়ক মোঃ মোস্তাফিজ ও যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান সনির নেতৃত্বে চাঁদপুর সদর, মতলব দক্ষিণ, হাজীগঞ্জ, শাহরাস্তি ও কচুয়া এ ৫টি উপজেলার প্রধান সড়ক সমূহের মোড়ে ও গুরুত্বপূর্ণ জনপদে প্রায় আড়াই হাজার মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় তাদের সাথে ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাগর সাহা অন্তু, সদস্য সালাউদ্দিন, সজিব, সুমন, ইউসুফ, হাবীব, মতিউর, সামী, রবিউল, রবিন ও শাফি। হাইমচর, মতলব উত্তর ও ফরিদগঞ্জ উপজেলায় বৃহস্পতিবারও মাস্ক ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান সনি জানান, মাস্ক ও লিফলেট বিতরণ করা ছাড়াও তাদের সংগঠনের কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের সকল উপজেলায় রক্তদান, হতদরিদ্রদের বস্ত্রদান ও পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়