প্রকাশ : ০২ জুলাই ২০২১, ০০:০০
গত বুধবার যায়যায়দিনের ১৬ বছর পদার্পণ উৎসব উপলক্ষে ফরিদগঞ্জ ফ্রেন্ডস্ ফোরামের উদ্যোগে কেক কাটা ও বৃক্ষরোপণ আয়োজন করা হয়।
ফরিদগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে সকাল ১১টায় কেক কাটার আগে আয়োজিত আলোচনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। অতিথি ছিলেন পৌরসভার সহকারী প্রকোশলী নজরুল ইসলাম, প্যানেল মেয়র আব্দুল মান্নান পরান, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটন, সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান, সাবেক সভাপতি ও যায়যায়দিন প্রতিনিধি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সহ-সভাপতি আমান উল্যা আমান, মোঃ মহিউদ্দীন, ফ্রেন্ডস্ ফোরামের সভাপতি শামীম হাসান ও সেক্রেটারী বাঁধন চন্দ্র শীল। উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ। পরে অতিথিবৃন্দ প্রেসক্লাব চত্বরে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন।