প্রকাশ : ০২ জুলাই ২০২১, ০০:০০
সারাদেশে করোনা সংক্রমণের লাগাম টানতে ৭দিনের কঠোর লকডাউনের প্রথম দিনে হাইমচর উপজেলা সদরের আলগী বাজারসহ বিভিন্নস্থানে উপজেলা ও থানা প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। এতে মাস্কবিহীন পথচারীদের বিভিন্ন ধারায় জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল ১লা জুলাই ২০২১ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশনায় হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা ও থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লার যৌথ তৎপরতায় লকডাউন পালিত হয়। এতে কোভিড-১৯ সচেতনতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি মামলায় ৩ হাজার ৩শত’ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবে সভাপতি খুরশিদ আলম শিকদার, যুগ্ম সম্পাদক বিএম ইসমাইল, জাকির হোসেন, প্রচার সম্পাদক হাসান আল মামুন, হাইমচর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি এসএম সাজ্জাদ হোসেন (রনি), সহ-সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, সংবাদকর্মী রুবেল হোসেনসহ অন্যরা।
উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী বলেন, কোভিড-১৯ সংক্রমণ রোধে সরকার ঘোষিত ৭ দিনের লকডাউনে প্রজ্ঞাপন অনুযায়ী আমরা সর্বসাধারণ ও ব্যবসায়ীদের সচেতন করছি। স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধান নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। লকডাউন বাস্তবায়নে প্রতিদিনই টহলে থাকবে উপজেলা ও থানা প্রশাসন।