প্রকাশ : ০২ জুলাই ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আলমগীর হোসেন (৬০) এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (৩০ জুন) রাতে থানার এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চর রনবলিয়া সাকিনের গুদারাঘাট এলাকায় অভিযান করে মোঃ আলমগীর হোসেন (৬০)কে ৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটককৃত ব্যক্তি উপজেলার চররনবলিয়া পাটোয়ারী বাড়ির মৃত দেলোয়ার হোসেন পাটোয়ারীর ছেলে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদলেতে প্রেরণ করা হয়েছে।