বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ০২ জুলাই ২০২১, ০০:০০

নারায়ণপুরে কঠোর লকডাউনের প্রথম দিনে মতলব দক্ষিণ থানা পুলিশের তদারকি
মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥

করোনা মহামারি থেকে জনজীবনের সুরক্ষায় দেশে কঠোর লকডাউন চলছে ১ জুলাই থেকে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার সকাল থেকেই সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। যারা সরকারি নির্দেশনা অমান্য করার চেষ্টা করছেন তাদের স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি পুলিশ বিভাগ সচেতন করার চেষ্টা করে যাচ্ছেন। এমনই চিত্র দেখা গেলো গতকাল দুপুর ১২টায় মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে।

বৈরি আবহাওয়া উপেক্ষা করে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, এএসআই মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নারায়ণপুর বাজারে যেসব দোকান খোলা রাখার অনুমতি আছে সেগুলো ব্যতীত অন্য দোকান বন্ধ রাখার কঠোর নির্দেশনা দেন। বাজারে আগত সাধারণ মানুষদের মাস্ক পরিধান করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলার পরামর্শ দেন।

এছাড়া হোটেলে কেউ যেনো বসে খাবার না খায় তা নিশ্চিত করার জন্যে তিনি নারায়ণপুর বাজার বণিক সমিতিকে দায়িত্ব দেন। সরকারি নির্দেশনা অনুযায়ী কেবল পার্সেল বিক্রির জন্যে হোটেল খোলা থাকবে বলেও জানান তিনি। সরকারি নির্দেশনা অনুসরণ করে লকডাউন থাকা অবস্থায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত যেসব দোকান খোলা রাখা যাবে সেসব তথ্য তিনি উপস্থিতির মাঝে তুলে ধরেন।

কঠোর লকডাউন কার্যক্রম সফল করার জন্যে অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়াকে সহযোগিতা করেন নারায়ণপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ সফিকুল ইসলাম স্বপন মজুমদার এবং সাধারণ সম্পাদক ও ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়