প্রকাশ : ০১ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মায়মুনা (২২মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ৩০ জুন বুধবার সকালে উপজেলার ফরক্কাবাদ মমিনবাড়ি মাদ্রাসার পাশে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু মায়মুনা চাঁদপুর শহরের পুরাণবাজার লোহারপুল মৈশাল বাড়ির বাসিন্দা ইউসুফ হাওলাদারের মেয়ে।
নিহত শিশুর স্বজন মোশারফ হোসেন জানান, ফরক্কাবাদ গ্রামের নানার বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে আসে শিশু মায়মুনা। গতকাল বুধবারই তাদের বাড়িতে চলে যাবার কথা ছিল। সকালে সবার অগোচরে খেলার সময় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় মায়মুনা। এরপর অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।