প্রকাশ : ০১ জুলাই ২০২১, ০০:০০
ফরহাদ চৌধুরী ॥
কচুয়ায় করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অতিদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বেসরকারি সংস্থা কচুয়া সমন্বিত উন্নয়ন প্রকল্প (কেআইডিপি)-এর আয়োজনে কচুয়া পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে ৮৫টি অতিদরিদ্র পরিবারের মাঝে চাউল, ডাল, লবণ, তেল ও আলু বিতরণ করেন কেআইডিপির চাঁদপুর জেলা মাঠ সমন্বয়কারী মোঃ আলাউদ্দিন। এ সময় কচুয়া শাখার মাঠ সমন্বয়কারী সৈয়দ আহমেদসহ উপকারভোগী পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।