প্রকাশ : ০১ জুলাই ২০২১, ০০:০০
কচুয়ায় ২০২০-২১ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও কৃষি প্রান্তিক ২১০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০জুন) দুপুরে উপজেলা কৃষি অফিসের সামনে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, আলমগীর তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, প্রণোদনা হিসাবে ৫০ জন কৃষককে ২কেজি করে হাইব্রিড বীজ এবং ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া ১৬০জন কৃষককে ৫ কেজি করে উফশী ধানের বীজ, সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।