প্রকাশ : ০১ জুলাই ২০২১, ০০:০০
‘প্রধানমন্ত্রীর আহ্বান, বেশি করে গাছ লাগান’ এই শ্লোগান বাস্তবায়নে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মোঃ শাহিদ খালেদ শামসু প্রধানের সহযোগিতায় কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রকার ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
গত ২৯ জুন সকাল ১১ টায় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ মোঃ মোসলেহ উদ্দিনের উপস্থাপনায় বৃক্ষরোপণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মোঃ শাহিদ খালেদ শামসু প্রধান, অভিভাবক সদস্য আবু সায়েম মাস্টার, হিতৈষী সদস্য মোঃ রাসেল প্রধান, কলেজের যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. আফম সাইফুর রহমন ভূঁইয়া, প্রভাষক মোঃ ওয়াহিদুজ্জামান ভূঁইয়া। বক্তারা গাছের বিভিন্ন উপকারী দিক তুলে ধরেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধে বেশি বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন। কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।