বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ০১ জুলাই ২০২১, ০০:০০

পুরাণবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ বছরের বালকের মৃত্যু
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের পুরাণবাজার মোমফ্যাক্টরীতে গতকাল বুধবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশিক নামের এগারো বছরের এক বালক মারা গেছে। আশিক পুরাণবাজার ১নং ওয়ার্ড মোমফ্যাক্টরী মহল্লার জনৈক খোকনের ছেলে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে আশিক দুপুরের খাবার খেতে বসে টিভি দেখতে ফ্লাগ লাগাতে গিয়ে ঘরের বিদ্যুতের একটি ছেঁড়া তারে জড়িয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সময় আশিকের মা ঘরে ছিলেন না। তিনি নিতাইগঞ্জস্থ এক বাসায় ঝিয়ের কাজ করছিলেন, আর বাবা খোকন কাজের জন্যে শরীয়তপুরে অবস্থান করেন।

এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে অজ্ঞান হয়ে পড়ে ছেলেটির মা এবং স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ নাজমুল হক জানান, ছেলেটিকে এখানে মৃত অবস্থায় আনা হয়। তখন আমাদের কোনো কিছু করার ছিলো না।

পরে স্বজনরা চাঁদপুর সদর মডেল থানার ওসির সাথে যোগাযোগ করে আইনগত প্রক্রিয়ায় নিহতের মৃতদেহ হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যায় এবং দাফন সম্পন্ন করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়