প্রকাশ : ০১ জুলাই ২০২১, ০০:০০
গতকাল বুধবার দুপুরে ফরিদগঞ্জ পৌরসভার মাসিক সভা ও ২০২১-২২ অর্থ বছরের বাজেট প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী বলেন, ভোটে নির্বাচিত হয়ে নিজেকে মেয়র-কাউন্সিলর পরিচয় দিয়ে ঘুরলাম। এটা কোনো কাজ নয়। বরং একজন জনপ্রতিনিধি হিসেবে জনগণকে সেবার মাধ্যমে সন্তুষ্ট করতে পারলে এবং অবকাঠামোগত উন্নয়ন করতে পারলে পৌরবাসী উপকৃত হবে। আমরা যদি মানুষকে তার চাহিদার কাছাকাছি পর্যন্ত সেবা দিতে সক্ষম হই, তবে তারাও আমাদেরকে সকল প্রকার ট্যাক্স পরিশোধ করবে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই পৌরসভায় উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে। আশা করছি ফরিদগঞ্জ পৌরসভাকে সকলের সহযোগিতা নিয়ে আধুনিক পৌরসভায় রূপান্তরিত করবো। যদিও করোনা ভাইরাসের কারণে অনেক উন্নয়ন থেমে গেছে। তারপরও এর মধ্যেও আমরা চেষ্টা করছি বিভিন্ন প্রকল্প থেকে অর্থ সহায়তা নিয়ে উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে।
তিনি আরো বলেন, আমি মেয়র হলেও আপনাদের নিয়েই আমার সংসার। আপনারা কাউন্সিলর হিসেবে যখন যে অবস্থা বা ঘটনা জানবেন আমি যেখানেই থাকি সাথে সাথে জানাবেন। সেটা ভাল মন্দ যাই হোক। পৌরবাসীকে ভালো রাখতে হলে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।
মাসিক সভার পর ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর বিস্তারিত আলোচনা করেন সকল সদস্য।
সভায় সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন, প্যানেল মেয়র আঃ মন্নান পরান, মাজহারুল ইসলাম, সেলিনা আক্তার যুথি, পৌর কাউন্সিলর আমিনুল হক, আবুল হাশেম, জাহিদ হোসেন বাবুল, জাহিদ হোসেন, মোহাম্মদ হোসেন, জাকির হোসেন গাজী, সাজ্জাদ হোসেন টিটু, কুসুম বেগম ও খতেজা বেগম উপস্থিত ছিলেন।