প্রকাশ : ০১ জুলাই ২০২১, ০০:০০
চাঁদপুরে সীমিত পরিসরে লকডাউন চলাকালে প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে দুই শতাধিক সিএনজি স্কুটার ও অটোরিকশা জব্দ করা হয়। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চালকরা। গতকাল বুধবার দুপুরে চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডে সিএনজিচালিত স্কুটার ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা এ বিক্ষোভ করে। এ সময় তারা অন্যান্য যানবাহন চলাচলে বাধা দিয়ে সড়ক অবরোধের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
অটোরিকশা চালকরা বলছেন, করোনায় যানবাহন চলাচল নিষিদ্ধ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে তাদের সহায়তা করা হচ্ছে না। এতে তারা পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। বাধ্য হয়ে তারা অটোরিকশা নিয়ে রাস্তায় বের হয়েছে। প্রশাসন ও পুলিশ সোমবার সকাল থেকে বুধবার দুপুর পর্যন্ত শহরের নতুনবাজার ও পুরাণবাজারের বিভিন্ন স্থান থেকে দুই শতাধিক স্কুটার ও অটোরিকশা জব্দ করে। এর প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ বলেন, সড়কে চালকেরা কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দেয়। নিষেধাজ্ঞা অমান্য করে কোনো যানবাহন সড়কে নামলেই চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন বলেন, সরকারি সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করছি। এর আগে সরকারি প্রণোদনা দেয়া হয়েছিল। এবারও হয়তো সরকার সিদ্ধান্ত নেবে। তবে এখনো আমাদের কাছে সেই ধরনের কোনো নির্দেশনা আসেনি।