প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি (রেজিঃ নম্বর বি ২১২৯, জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত)-এর কাউন্সিল অধিবেশন ২৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে বাংলাদেশ ডাক বিভাগের সভাকক্ষে শুরু হয়।
উক্ত কাউন্সিলে নতুন কমিটির সভাপতি হিসেবে সাইফুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে মূসা আহামেদকে নির্বাচিত করা হয়।
দেশের বিভিন্নস্থান হতে কর্মচারী নেতৃবৃন্দ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগ করেন। অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিক নেতৃত্বে কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বিগত কমিটির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ খান কর্তৃক ঘটিত নানা সময়ের ব্যাপক দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান ও তীব্র সমালোচনা করেন।
নব-নির্বাচিত সভাপতি বলেন, কর্মচারীদের অধিকার রক্ষায় আমি বা আমার সংগঠন কখনোই কোনো অপশক্তির কাছে মাথা নত করবো না।
অনুষ্ঠানে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মূসা আহমেদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শের আলোকে কর্মচারীদের অধিকার আদায় ও তাদের স্বার্থ রক্ষায় সর্বদা সচেষ্ট থাকবো।
কাউন্সিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারী ইউনিয়নের মহাসম্পাদক খলিলুর রহমান ভূঞা, সভাপতি মোসলেম হালদার, নির্বাহী সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী সার্কেল সম্পাদক মাহবুবুল আলম ও প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি শফিক উল্লাহ দুলালসহ ডাক বিভাগের বিভিন্ন জেলা শাখার নেতৃবৃন্দ।