প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
ড্যাফোডিল ফাউন্ডেশনের উদ্যোগে অনুদান প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাবুরহাটস্থ মডেল টাউনে ড্যাফোডিল ফাউন্ডেশনের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত। তিনি তাঁর বক্তব্যে বলেন, যাকাতের অর্থ সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে সমাজ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব। আমাদেরকে অর্থের ব্যবহার সঠিকভাবে করতে হবে। আমরা মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বড় হতে হলে পরিশ্রম করতে হবে। যারা বড় হয়েছেন, সমাজের খ্যাতি অর্জন করেছেন তাঁদের জীবনী পড়লে বুঝা যায় সকলেই পরিশ্রমী ছিলেন। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেকে স্বাবলম্বী করতে হলে নিজেকে প্রস্তুত করতে হবে। শিক্ষা সকলের অধিকার, সে অধিকার নিশ্চিত করতে সমাজের সকলকেই এগিয়ে আসতে হবে। অনুদান নিয়ে যারা পরীক্ষার ফরম ফিলাপ করবে, তারা নিজেকে ছোট ভাবার কিছু নেই। নিজের অধিকার নিজে আদায় করে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করাই হচ্ছে সার্থকতা।
ড্যাফোডিল গ্রুপ চাঁদপুরের কো-অর্ডিনেটর মোঃ রুবেল খানের সভাপ্রধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের ম্যানেজার সেলিম রেজা, ড্যাফোডিল ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার মোঃ আসাদুল্লাহ খান গালিবসহ ফাউন্ডেশনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
ড্যাফোডিল গ্রুপের যাকাতের টাকায় পরিচালিত ড্যাফোডিল ফাউন্ডেশন সমাজে হতদরিদ্রদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ ফাউন্ডেশনের উদ্যোগে ২টি প্রকল্পের মাধ্যমে প্রায় ১ হাজার ৫শ’ জনকে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দুটি প্রকল্পে প্রায় ৩ কোটি টাকা সদস্যদের নামে ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রদান করা হচ্ছে। ফাউন্ডেশন থেকে টাকা নিয়ে নিজেকে স্বাবলম্বী করে সদস্যরাই আবার ব্যাংক একাউন্টে মূল টাকা জমা দিচ্ছেন। ফাউন্ডেশন থেকে টাকা নিয়ে সদস্যরা টাকার সঠিক ব্যবহার করছেন কিনা সেটিও তদারকি করা হচ্ছে বলে জানান ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার মোঃ আসাদুল্লাহ খান গালিব।
মতবিনিময় সভা শেষে ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপ ও চিকিৎসার অনুদান প্রদানসহ বিভিন্ন অনুদান প্রদান করা হয়।