প্রকাশ : ৩০ জুন ২০২১, ০০:০০
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ৩০ পিচ ইয়াবাসহ এক আসামীকে গ্রেফতার করেছে। ২৮ জুন রাত সোয়া ১১টায় এসআই শাহরিন হোসেন, এএসআই শহিদ উল্লাহ ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় সদর মডেল থানাধীন ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের রামদাসদী গ্রামস্থ ছিডু খাঁর পোলের উপর মাদক বিক্রেতা মোঃ শাহজাহান গাজী (৪৪), পিতা মৃত হাকিম গাজী স্থায়ী : গ্রাম শ্রীরামপুর (মিজান গাজী বাড়ি) থানা ও জেলা : চাঁদপুরের হেফাজত হতে ৩০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, উক্ত আসামীর বিরুদ্ধে এ থানায় আরও ৩টি জিআর ওয়ারেন্ট মুলতবী ছিলো।