প্রকাশ : ৩০ জুন ২০২১, ০০:০০
ছেঙ্গারচর পৌর মেয়রের অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌর মেয়র রফিকুল আলম জজের অপসারণ করে প্রশাসক নিয়োগ এবং অবিলম্বে পৌর নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) বিকেলে পৌর ভবনে সামনে পৌর আওয়ামী লীগ, ছেঙ্গারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি, ছেঙ্গারচর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সংগঠন ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।
|আরো খবর
পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইউম চৌধুরীর সভাপ্রধানে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ রতন ফরাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মহসিন মিয়া মানিক, প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামান সরকার ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু।