প্রকাশ : ৩০ জুন ২০২১, ০০:০০
মতলবের সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমিনের বিদায়
মতলব দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিনের বিদায় অনুষ্ঠান সোমবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিদায় অনুষ্ঠানে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম, সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মকর্তাবৃন্দ ও পৌর, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
|আরো খবর
এ সময় সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীন বলেন, দীর্ঘদিন আপনাদের সাথে থেকে কাজ করেছি। আপনাদের সার্বিক সহযোগিতাও পেয়েছি। যা ভোলার মতো নয়। সবাই আমার জন্যে দোয়া করবেন।
উল্লেখ্য, নুশরাত শারমিন বিআরটিএ ঢাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পদে যোগদান করবেন।