প্রকাশ : ৩০ জুন ২০২১, ০০:০০
গত ২৬ জুন দৈনিক চাঁদপুর কণ্ঠের ১ম পৃষ্ঠায় ‘প্রতারণায় ও ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী আটক’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাকিম প্লাজার ২য় তলার পালকি ফ্যাশনের স্বত্বাধিকারী মোবারক হোসেন পাটওয়ারী। তিনি এক প্রতিবাদলিপিতে দাবি করেন, আমার বিরুদ্ধে বিভিন্ন নারীর কল্পকাহিনী তৈরি করে একটি চক্র অপপ্রচার চালাচ্ছে। তারাই সাংবাদিকদের মিথ্যা ও ভুল তথ্য দিয়ে পত্রিকায় সংবাদ ছাপানোর ব্যবস্থা করে। আমি ব্যবসা করি। আমার দোকানে কতো ধরনের কাস্টমার আসে। সংবাদে নারীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে ফায়দা লুটার কথা উল্লেখ করা হয়েছে, যা কাল্পনিক। অনৈতিক সম্পর্ক গড়ে তুলে ফায়দা লুটার প্রশ্নই উঠে না। পত্রিকায় নারীর যে ধরনের বক্তব্য উল্লেখ করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। আমার ব্যবসায়িক, পারিবারিক, সামাজিক সুনাম নষ্ট করার জন্যে একটি চক্র উঠে-পড়ে লেগেছে। তারাই বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়ে সাংবাদিকদের ভুল তথ্য প্রদান করে। তাই আমি প্রকাশিত উক্ত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
জিডি : ৩৮০/২১ -মোবারক হোসেন পাটওয়ারী।