বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ৩০ জুন ২০২১, ০০:০০

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে বঙ্গবন্ধুকে নিয়ে ‘৩২ জানালা’ মঞ্চনাটকের কারিগরি প্রদর্শনী সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি ॥
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে বঙ্গবন্ধুকে নিয়ে ‘৩২ জানালা’ মঞ্চনাটকের কারিগরি প্রদর্শনী সম্পন্ন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ৬৪ জেলায় বঙ্গবন্ধুকে নিয়ে মঞ্চনাটক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাকা- নিয়ে ৩৫ জানালা মঞ্চনাটক নির্মাণে দীর্ঘ ২ মাস ১৭ দিন মহড়া শেষে মঞ্চায়ন উপযোগী করে তোলা হয়।

চাঁদপুরের কৃতী সন্তান, নাট্যকার রূপক রায় রচিত এবং শহীদ পাটোয়ারী নির্দেশিত ‘৩২ জানালা’ নাটকের চূড়ান্ত মহড়া শেষে কারিগরি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গত ২৭ জুন রোববার সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুরের মঞ্চে কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই দর্শকবিহীন ‘৩২ জানালা’ নাটকের কারিগরী প্রদর্শনী সম্পন্ন হয়। যদিও ‘৩২ জানালা’ নাটকটির প্রথম মঞ্চায়ন উপলক্ষে গতকাল ২৯ জুন মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ভার্চুয়ালিভাবে উদ্বোধন করার কথা ছিলো চাঁদপুর মাটি ও মানুষের নেত্রী, উন্নয়নের রূপকার শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির। কিন্তু হঠাৎ করে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সারাদেশের ন্যায় চাঁদপুরেও সকল কর্মকা- স্থবির হয়ে যায়। সে কারণে দর্শকদের নিয়ে আয়োজিত ‘৩২ জানালা’র প্রদর্শনী আপাতত স্থগিত রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে স্বল্প সময়ের প্রস্তুতি নিয়ে ‘৩২ জানালা’ নাটকটির দু’টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

১ ঘণ্টা ২২ মিনিটের ৩২ জানালা মঞ্চনাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন : চন্দন সরকার (বঙ্গবন্ধুর চরিত্র), শরীফ চৌধুরী (কর্নেল ফারুক), এমএ কুদ্দুছ রোকন (মেজর রশিদ), মাসুদুর রহমান মাছুম (মেজর ডালিম), গোবিন্দ ম-ল (ভাস্কর্য শিল্পী ও মুক্তিযোদ্ধা), প্রণব ঘোষ (খন্দকার মোস্তাক), দেবব্রত সরকার বিজয় (তাহের উদ্দিন ঠাকুর), ফাতেমাতুজ জোহরা (ভাস্কর্য শিল্পীর সহকারী), শরীফুল ইসলাম (ভাস্কর্য শিল্পীর সহকারী), মুহাম্মদ আলমগীর (ভাস্কর্য-১), সিয়াম খান (ভাস্কর্য-২), হৃদয় কর্মকার (ভাস্কর্য-৩), ফাতেমা জেরিন (ভাস্কর্য-৪), নূরে আলম নয়ন (অন্ধ পীর), গৌতম দাস (মেজর হুদা), সাদ্দাম হোসেন (মেজর নূর), বীরেন সাহা (মেজর মোসলে উদ্দিন), হারুনুর রশিদ ডাক্তার (এমপি-১), তাফাজ্জল হোসেন তাফু (এমপি-২), কামরুল ইসলাম (থানার ওসি), মোঃ সবুজ (চাটুকার-১), তাফাজ্জল হোসেন (চাটুকার-২), মোখলেছুর রহমান (নজু কাকা, বঙ্গবন্ধুর সহচর), নূরে আলম নয়ন (সেনা সদস্য-১), গৌতম দাস (সেনা সদস্য-২), বীরেন সাহা (পুলিশ কর্মকর্তা-১), সাদ্দাম হোসেন (পুলিশ কর্মকর্তা-২), মোঃ সবুজ (আর্টিলারি সদস্য-১), আনাচ ইবনে আলমগীর (আর্টিলারি সদস্য-২), মাহিদুর রহমান (আর্টিলারি সদস্য-৩), যোবায়ের আহমেদ (আর্টিলারি সদস্য-৪) ও কুহু (নৃত্যশিল্পী)।

এছাড়া নির্দেশনা উপদেষ্টা ও সেট পরিকল্পনায় : শরীফ চৌধুরী, প্রধান সমন্বয়কারী : মোহাম্মদ আয়াজ মাবুদ (জেলা কালচারাল অফিসার, চাঁদপুর), সমন্বয়কারী : মৃণাল সরকার, এমআর ইসলাম বাবু, আলো পরিকল্পনা ও নিয়ন্ত্রণে : শুকদেব রায়, মিউজিক পরিকল্পকনা ও নিয়ন্ত্রণে : এমআর ইসলাম বাবু, কস্টিউম ডিজাইন : গোবিন্দ ম-ল, রূপসজ্জায় : ফাতেমা জেরিন, সার্বিক তত্ত্বাবধানে : জসীম মেহেদী, নূরে আলম নয়ন ও প্রণব ঘোষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়