প্রকাশ : ৩০ জুন ২০২১, ০০:০০
মতলব উত্তরে করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা
করোনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে
ইউএনও গাজী শরিফুল হাসান
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেছেন, সারাদেশে আবারো করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সরকার করোনা মহামারী নিয়ন্ত্রণের জন্যে লকডাউন দিয়ে বিধিনিষেধ আরোপ করেছে। করোনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। করোনা প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োজনে আইনি প্রক্রিয়াও চালাতে হবে।
|আরো খবর
মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে মতলব উত্তর উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপ্রধানে সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফারুক হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ অলিউল্লাহ, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক মোঃ দ্বীন ইসলাম, সাংবাদিক ফারুক হোসেন, জাকির হোসেন বাদশা, আরাফাত আল-আমিন, ফয়েজ মোঃ তুহিন, সফিকুল ইসলাম রানা ও সুমন আহমেদ।