প্রকাশ : ২৯ জুন ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজ গাছতলা গ্রামে বালু দিয়ে জায়গা ভরাট করে পানি নিষ্কাশন বন্ধ করে দেয়া হয়েছে। সরজমিনে দেয়া যায়, চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কে নিজ গাছতলায় পানি নিষ্কাশনের জন্যে বড় একটি পাইপ দেয়া হয়। এ পাইপ দিয়ে পানি চলাচল করতো। একটি মহল কতিপয় ব্যক্তিকে জায়গা কিনে দিয়ে তারাই আবার বালু দিয়ে ভরাট করে পানি চলাচল বন্ধ করে দেয়। যার ফলে প্রায় শতাধিক পরিবার পানির নিচে নিমজ্জিত হয়ে পড়বে। এমনকি প্রায় ৫০/৬০ একর জমির চাষাবাদকৃত ফসল পানিতে নিমজ্জিত থাকবে। আবার অনেকে ধারণা করছেন, শুষ্ক মওসুমে বৃষ্টির পানি জমে থাকবে এবং জমিনে চাষাবাদ করা যাবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক ক’জন ব্যক্তি জানান, চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়ক নির্মাণ করার পূর্বে এ স্থানে পানি নিষ্কাশনের জন্যে কালভার্ট ছিলো। সড়ক নির্মাণ করার সময় এখানে বড় একটি পাইপ দেয়া হয়। যাতে করে পানি চলাচল করতে পারে। আর সে পানি খালে গিয়ে নদীতে চলে যায়। পাইপের মুখ বন্ধ করে দেয়ায় ফসলি জমি ও বসতবাড়ির মানুষ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে পড়বে। এখানে বাড়ি নির্মাণ করার পূর্বে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা জরুরি।
এ ব্যাপারে বাগাদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আলমগীর আলম বলেন, পানি চলাচল বন্ধ করে দেয়ার বিষয়ে কেউ বলেনি। কেউ লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।