প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির দীর্ঘায়ু, এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মোঃ গোলাম হোসেনের সুস্থতা কামনা এবং আইসিটি মামলায় কারাগারে আটক কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত) মোঃ শাহজাহান শিশিরের মুক্তি কামনা করে কচুয়ার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১০ সেপ্টেম্বর শুক্রবার কচুয়ার বিভিন্ন মসজিদে বাদ জুমা দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। কচুয়া পৌরসভার সাব রেজিস্ট্রি অফিসের মসজিদে নামাজ শেষে দোয়া-মিলাদে অংশগ্রহণ করেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবদুল জাব্বার বাহার, কোষাধ্যক্ষ তফাজ্জল হোসেন মুন্সি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আজিজ শাহীন, পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামাল হোসেন অন্তর, কচুয়া বার্তার সম্পাদক মোঃ আলমগীর তালুকদার, কচুয়া উত্তর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আঃ হালিম, আওয়ামী লীগ নেতা মোঃ ফারুক, পৌর যুবলীগের সদস্য আহসান হাবিব, পৌর শমিক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাচ্চু, ছাত্রলীগ নেতা ইমাম হোসেনসহ বিপুল সংখ্যক জনগণ দোয়া মিলাদে অংশগ্রহণ করেন।
দোয়া মিলাদ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল আজিজ শাহীন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির দীর্ঘায়ু কামনা করেন। পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামাল হোসেন অন্তর বলেন, আমরা কচুয়াবাসী এনবিআরের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম হোসেন ভাইয়ের সুস্থতা ও তাঁর পরিবারের করোনায় আক্রান্ত সদস্যদের সুস্থতা কামনা করছি।