শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

মাদ্‌রাসাসহ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করুন : বামাশিকফো
কামরুজ্জামান টুটুল ॥

মাদ্‌রাসাসহ এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্‌রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম (বামাশিকফো)। গতকাল বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জের সালেহাবাদ এমএন ফাজিল মাদ্‌রাসা হলরুমে সংগঠনের চাঁদপুর জেলা সম্মেলনে এই দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ মাদ্‌রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম (বামাশিকফো)-এর আয়োজনে চাঁদপুর জেলা সম্মেলনে সভাপতিত্ব করেন নেছারাবাদ সালেহাবাদ ফাজিল মাদ্‌রাসার অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দীন। সভায় আগামী ৩ বছরের জন্যে ১০১ সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলা কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে সভাপতি নির্বাচিত হন জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত কালিয়াইশ ফাজিল মাদ্‌রাসার অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নেছারাবাদ ফাজিল মাদ্‌রাসার অধ্যক্ষ নাজিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক নন্দীখোলা ফাজিল মাদ্‌রাসার সহকারী অধ্যাপক মোঃ বশির উল্লাহ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও শতভাগ উৎসবভাতা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব উপাধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মুজিববর্ষের উপহার হিসেবে মাদ্‌রাসাসহ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জোর দাবি জানাচ্ছি। তিনি বলেন, মাধ্যমিক বিদ্যালয়ের এন্ট্রি লেভেলের একজন শিক্ষক উৎসবভাতা পায় মাত্র ৩১২৫ টাকা। এত অল্প টাকা দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে একজন শিক্ষকের পক্ষে কোনোভাবেই ঈদ উদ্যাপন করা সম্ভব নয়। তাই সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের দ্রুত শতভাগ উৎসবভাতার প্রজ্ঞাপন জারি করা হোক। এ ছাড়াও ইবতেদায়ি শিক্ষার্থীর জন্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যে উপবৃত্তি চালুর দাবি করছি।

কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব এএসএম মুহিবুল্লাহ মুজাহিদ, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুল ইসলাম ও অধ্যক্ষ মোঃ ছগির হোসাইন। সভায় জেলার বিভিন্ন মাদ্‌রাসার শতাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়