শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ফরিদগঞ্জের তাম্রশাসনে ড্রেজার ॥ সরকারি সড়ক হুমকির মুখে
নূরুল ইসলাম ফরহাদ ॥

ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের তাম্রশাসন গ্রামে হানিফ মীরের দিঘিতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে আমিরাবাজার-মুন্সিরহাট সড়কে ভাঙ্গন দেখা দিয়েছে।

সরজমিনে গিয়ে জানা যায়, ঐ এলাকার হানিফ মীর ও শাহজাহান মীর পার্শ্ববর্তী উপজেলা রামগঞ্জ থেকে জনৈক ইকবাল পাটওয়ারীর ড্রেজার মেশিন লাগিয়ে বালু তুলছে। দুই বছর আগে একই দিঘি থেকে অবৈধভাবে বালু তোলার কারণে রাস্তা ও গাইডওয়ালের ব্যাপক ক্ষতি হয়েছে। গত কয়েক মাস পূর্বে রাস্তা ও গাইডওয়াল পুনরায় সংস্কার করা হয়েছে। কিন্তু এ ড্রেজার বসানোর কারণে রাস্তার গাইডওয়ালটির একাংশ ধসে পড়ে। এতে রাস্তার কিছু অংশে ফাটল দেখা দিয়ে সামান্য হেলে পড়েছে।

ঘটনাস্থলে সাংবাদিকরা গিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলার পর স্থানীয়দের সহযোগিতায় ড্রেজারটি সরিয়ে ফেলা হয়। এ সময় তারা তাদের ভুল স্বীকার করে এবং আর কখনো ড্রেজার বসাবে না বলে প্রতিশ্রুতি দেন।

এদিকে গত তিনদিন ধরে ওই ইউনিয়নের ভূমি অফিসার আবদুর সাত্তারকে ফোন করলেও তিনি ঘটনাস্থলে যাননি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি জানান, আপনাদের উদ্যোগটি প্রশংসনীয়। ভালো কাজ করেছেন, ধন্যবাদ। আমি ভূমি অফিসারকে ঘটনাস্থলে পাঠাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়