প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
কনফেকশনারি ও ফার্মেসিকে জরিমানা
চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় ও কালীবাড়ি এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করে কেক, বিস্কুটে মূল্য ও তারিখ না থাকায় ঢাকা কনফেকশনারী ও ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুই প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন জানান, বাজার তদারকি অভিযান পরিচালনা করে শহরের জোড়পুকুরপাড় এলাকা এবং কালীবাড়ি এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মোতাবেক ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কেক, বিস্কুটে এমআরপি ও তারিখ না থাকায় ঢাকা কনফেকশনারিকে ৪ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় আরএস ফার্মেসিকে ৫ হাজার টাকার জরিমানা করা হয়।
অভিযানে জেলা ক্যাব ও জেলা আনসার ব্যাটালিয়ন চাঁদপুর টিম সহযোগিতা করেন।