শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে ছাত্র হিযবুল্লাহর না’ত সন্ধ্যা

শামীম হাসান ॥
ফরিদগঞ্জে ছাত্র হিযবুল্লাহর না’ত সন্ধ্যা

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে ফরিদগঞ্জে ছাত্র হিযবুল্লার না’ত সন্ধ্যা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১ অক্টোবর মঙ্গলবার বিকেল থেকে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নোমান ছালেহীর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ হেলাল উদ্দিন। এরপর বাদ আসর থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত জুলফিকার হামদ নাত ও গজল পরিবেশক দলের পরিবেশনায় নাত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে ফরিদগঞ্জ উপজেলা জমইয়াতে হিযবুল্লার সভাপতি অধ্যক্ষ আবুল হোসেন মোহাম্মদ সাইফুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফএ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জমইয়াতে হিযবুল্লার সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ মমিনুল ইসলাম খান, চাঁদপুর শহর জমিয়তে হিজবুল্লাহর সভাপতি মাওলানা জিয়াউদ্দিন খন্দকার, হাসা ফাযিল মাদ্রাসার প্রভাষক মাওলানা হাবিবুর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি এইচএম আনোয়ার মোল্লা। সন্ধ্যায় অনুষ্ঠানের তালিমী জলসা পর্বে জিকির ও তালিম প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইকরা মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জাকির হোসাইন, যুব হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওঃ আরিফুর রহমান, ছাত্র হিযবুল্লাহর সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ মহসিন খান, ছাত্র হিযবুল্লাহর জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্লাহসহ বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

না’ত সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়