বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০০:০০

চাঁদপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের প্রতীকী কর্মবিরতি

অনলাইন ডেস্ক
চাঁদপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের প্রতীকী কর্মবিরতি

চাঁদপুরে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ প্রতীকী কর্মবিরতি পালন করেছে। ৩০ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২ ট পর্যন্ত চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে প্রতীকী কর্মবিরতি পালন করেন তারা।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারসহ নার্স ও মিডওয়াইফারিদের পদায়ন বাস্তবায়নে ১ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতীকী কর্মবিরতি পালন করা হয়।

নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ জয়নব বেগম, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের সদস্য সচিব খাদিজা বেগম, নার্সিং সুপারভাইজার মাকসুদা বেগম, নার্সিং ইন্সট্রাক্টর মোসাম্মৎ শাহানারা আক্তার, মুক্তা বেগম, লাইলী বেগম, শারমিন সুলতানা, রুহুল বাশার, চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শামীমা আক্তার, নার্সিং স্টুডেন্ট মোঃ মাহবুব হোসেন, কমল মন্ডল, মোঃ ইকবাল হাসান উজ্জ্বল, মোঃ তানভীর আলম শান্তের নেতৃত্বে চাঁদপুর নার্সিং ইনস্টিটিউট ও চাঁদপুর আইডিয়াল নার্সিং কলেজ, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, জেলা পাবলিক হেলথ নার্স এবং সকল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কয়েক শতাধিক নার্স, মিডওয়াইফ এবং নার্সিং ও মিডওয়াইফারির শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

উল্লেখ্য, ১ অক্টোবর ৩ ঘন্টা এবং পরদিন ২ অক্টোবর ৫ ঘন্টা কর্মবিরতির পালন করবে চাঁদপুরে নার্স ও মিডওয়াইফারি কর্মকর্তা এবং শিক্ষার্থীগণ। সূত্র : দৈনিক ইনকিলাব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়