শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের জেলা কমিটি গঠন
শামীম হাসান ॥

ইমাম হাসান সৈকত সভাপতি ও রিমন মেহেদীকে সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ চাঁদপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সেলিমুর রহমান ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লার স্বাক্ষরিত পত্রে আগামী ১ বছর মেয়াদে ৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়।

জেলা কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন : সিনিয়র সহ-সভাপতি নাজির হোসাইন, সহ-সভাপতি অনিক চন্দ্র সাহা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়ামিন হোসেন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ও মামুন মুন্সী এবং নির্বাহী সদস্য নূরজাহান নূর।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রিমন মেহেদী জানান, কেন্দ্রীয়ভাবে ৯ সদস্যদের যে কমিটি অনুমোদন দেয়া হয়েছে তার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো। সকলের দোয়া কামনা করি যেনো আমার উপর অর্পিত দায়িত্ব আমি ঠিকভাবে পালন করতে পারি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়